শিশু নির্যাতনের প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা

0 239

চট্টগ্রাম সংলাপ প্রতিবেদন: নগরীর বাকলিয়ায় শিশু নির্যাতনের প্রতিবাদ করায় চট্টগ্রাম সংলাপের নির্বাহী সম্পাদক, ব্যবসায়ী নেতা ও সমাজকর্মী আজিজুল হক মাসুমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ নভেম্বর) রাহাত্তারপুল এলাকার একটি গ্যারেজে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত্তারপুলের একটি গাড়ির গ্যারেজে আনুমানিক ১০-১২ বছর বয়সী এক শিশুকে গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে দীর্ঘসময় ধরে মারধর করছিলেন এক গাড়ির মালিক। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন ব্যবসায়ী নেতা আজিজুল হক মাসুম।

এ বিষয়ে আহত মাসুম জানান, গাড়ির গ্যারেজে একটি যন্ত্রাংশ চুরির অনুমানের ভিত্তিতে গ্যারেজে কর্মরত ১০-১২ বছরের এক ছোট শিশুর ওপর ৩-৪ ঘণ্টা ধরে পৈশাচিক নির্যাতন করছিলেন এক গাড়ির মালিক। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে হামলার শিকার হই।

এদিকে এ হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সংলাপ কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।