এবার চীনের শীর্ষ সেনা কর্মকর্তার সঙ্গে সুলিভানের বৈঠক

0 42

চট্টগ্রাম সংলাপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান বেইজিংয়ে শীর্ষ এক চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে আলোচনা সেরেছেন। নানা বিষয়ে পরাশক্তিগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে তিন দিনের সফর শেষ করছেন তিনি।
জ্যাক সুলিভান বৃহস্পতিবার চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইয়োশিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। চীন মার্কিন মিত্র জাপান ও ফিলিপাইনের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে জড়িয়ে পড়েছে।
তাইওয়ান প্রণালীতে স্থিতিশীলতা, দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলের স্বাধীনতার প্রতি মার্কিন প্রতিশ্রুতি, রাশিয়ার প্রতিরক্ষা শিল্পঘাঁটিতে চীনের সহায়তা এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টার মতো বিষয়গুলো নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে।
তাইওয়ান বিষয়ে ঝাং সতর্ক করে দিয়ে বলেছেন, স্ব-শাসিত দ্বীপটির অবস্থান চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে প্রথম সীমানা, যা অতিক্রম করা যাবে না।