
সিএমপির নতুন পুলিশ কমিশনার হাসিব আজিজ
চট্টগ্রাম সংলাপ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিএমপি হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসিব আজিজ সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি কর্মকর্তাদের ন্যায়-নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা দেন।