
প্রশাসকের অপেক্ষায় চট্টগ্রাম চেম্বার
চট্টগ্রাম সংলাপ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়কে চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগের অনুরোধ জানিয়েছেন বিদায়ী সভাপতি ওমর হাজ্জাজ।
সোমবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরীর কাছে চিঠি দিয়ে এ অনুরোধ জানান তিনি। চিঠির সঙ্গে সংযুক্ত করা হয় সবার পদত্যাগপত্র।
এরআগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ব্যবসায়ীদের দাবির মুখে পদত্যাগ করেছেন শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের ২৪ জন পরিচালক। এর ফলে চেম্বারের দৈনন্দিন কাজ পরিচালনায় তৈরি হয়েছে শূন্যতা।