ইসির নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ এবং নাগরিক ঐক্য
চট্টগ্রাম সংলাপ ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ। গত সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানে হয়। নাগরিক ঐক্যের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে কেটলি এবং গণ অধিকার পরিষদের প্রতীক ট্রাক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পেতে আবেদন করে গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্য। কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের সঙ্গে মাঠের তথ্যের মিল না থাকার অভিযোগে নিবন্ধনের তালিকা থেকে বাদ দেয় আউয়াল কমিশন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আবারও নিবন্ধনের দাবি জানায় দল দুটি।
নিবন্ধন পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর বলেন, ‘আজকে গণ অধিকার পরিষদের (জিওপি) নিবন্ধন পেয়েছি। এই কমিশন ২০২৪ সালে ভুয়া নির্বাচনের সহযোগী ছিল। কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তারা চাইলে নিবন্ধন দিতে পারত কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থার রিপোর্টে আমাদের নিবন্ধন দেয়নি।’