
চট্টগ্রামের নতুন জেলা ও দায়রা জজের দায়িত্বে আসাদুজ্জামান
চট্টগ্রাম সংলাপ ডেস্ক: মোহাম্মদ আসাদুজ্জামান খানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। তিনি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
জানা যায়, মোহাম্মদ আসাদুজ্জামান খান চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট ও চট্টগ্রাম কাস্টম হাউসের আইন উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন।