Chattogram Songlap
একটি হাসিখুশি ‘পাহাড়চুরি’র গল্প!

একটি হাসিখুশি ‘পাহাড়চুরি’র গল্প!

একসময় চট্টগ্রাম শহরে পাহাড় ছিল অনেক। সময়ের সঙ্গে সঙ্গে নগরে জনবসতি বেড়েছে। পাল্লা দিয়ে কমেছে পাহাড়। নগরীর বিভিন্ন স্থানে শুধু ব্যক্তি পর্যায়েই নয়, সরকারি ও স্বায়ত্বশাসিত বিভিন্ন সংস্থার উদ্যোগেও কাটা হচ্ছে পাহাড়। পরবর্তীতে এসব ভূমিতে গড়ে উঠছে আবাসিক ও বাণিজ্যিক ভবন।

বৃহস্পতিবার (২০ মে) নগরীর লালখানবাজার এলাকায় চোখে পড়ল এমনই এক পাহাড় কাটার চিত্র। তবে সংবাদকর্মীর উপস্থিতি সেই পাহাড় কাটা শ্রমিকদের কতটা বিব্রত করেছে সেটা প্রশ্নসাপেক্ষ।

ক্যামেরায় চোখ পড়তেই কাজ বন্ধ করার বদলে দরাজ হাসি উপহার দেন কয়েকজন শ্রমিক। পরে সেই হাসিমুখেই চালিয়ে যান দিনদুপুরে প্রকাশ্যে ‘পাহাড়চুরি’ (পড়ুন পাহাড় কাটা)!

গল্পটা এ পর্যন্তই। চট্টগ্রাম সংলাপের আলোকচিত্রী নুরুল আজম তার ক্যামেরায় পাহাড় কাটার চিত্র তুলে এনেছেন। এবার দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কতটা উদ্যোগী হয়…

আরও পড়ুন: ছবিগুলো দেখুন, এই মানুষগুলোকে আপনি কী বলবেন?

csonglap,net

আরও পড়ুন

সেই গরু তাহলে কার টাকায় কেনা?

newsdesk

ছবিতে চট্টগ্রামে লকডাউনের চতুর্থ দিন

newsdesk

চট্টগ্রামে দ্বার খুলল বালি আর্কেড

newsdesk
error: Content is protected !!