Chattogram Songlap
মাস্ক ব্যবহারে ৮ নির্দেশনা সরকারের

মাস্ক ব্যবহারে ৮ নির্দেশনা সরকারের

চট্টগ্রাম সংলাপ ডেস্ক: ঘরের বাইরে মাস্ক ব্যবহারে (পরার বিষয়ে) সরকারিভাবে আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবারের (৬ মে) তথ্য বিবরণীতে মাস্ক ব্যবহারে নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

সরকারের ৮ নির্দেশনা-

১. কয়েক স্তর বিশিষ্ট সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা সবচেয়ে ভালো, যা এককালীন ব্যবহার করতে হবে।

২. অনেকে মাস্ক পরার সময় নাক খোলা রেখে শুধু মুখ ঢেকে রাখেন, যা সঠিক নয়। বরং, ওপরের মেটাল অংশটিকে নাকের সঙ্গে চেপে ও নিচের অংশটিকে থুঁতনির নিচে নিয়ে উভয়ই ঢেকে রাখতে হবে। সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে রেখে মাস্ক পরতে হবে।

৩. অনেকে মাস্ক থুঁতনি পর্যন্ত খুলে রেখে কথাবার্তা বলেন। এটাও ঠিক নয়। এতে লেগে থাকা জীবাণু সহজেই ছড়িয়ে পড়ে।

৪. সার্জিক্যাল মাস্ক ঘরে রেখে দিয়ে দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। একটি মাস্ক সর্বোচ্চ একদিন ব্যবহার করে সেটাকে ধ্বংস করে দিতে হবে।

৫. যেসব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা মুশকিল, যেমন- গণপরিবহন ও বাজার বা দোকানপাট, সেসব জায়গায় মাস্ক পরতেই হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় ও হাত জীবাণুমুক্ত রাখতে হবে।

৬. সাধারণ কাপড়ের মাস্ক ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার করতে হবে। অপরিষ্কার মাস্ক পরলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ব্যবহার করা মাস্ক জীবাণুমুক্ত করতে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাস্ক সাবান পানিতে ভিজিয়ে ধুয়ে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৭. ভেজা মাস্ক পরিধান উচিত নয়। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।

৮. বাইরে গেলে দুটি মাস্ক ব্যাগে রাখা দরকার। মুখে বাঁধা মাস্ক কোনও কারণে নষ্ট হলে বা ভিজে গেলে অন্যটি ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ বাড়তে থাকায় বর্তমানে দেশে লকডাউন চলছে।

আরও পড়ুন: 

করোনা নিয়ে যে সব তথ্য শুধুই গুজব
নিষেধ উঠতেই ‘নিষিদ্ধ’ চিত্র চট্টগ্রামে
দেশে করোনা শনাক্তের হার ৮.৫৯, চট্টগ্রামে ১৪.১৪
দেশে করোনা : অনেক রেকর্ডের এপ্রিলে মাসশেষে বড় রেকর্ড
ভারতের ভ্যারিয়েন্ট দেশে ঢুকলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ : বিশেষজ্ঞ
বাইরে থেকে ঘরে ফিরে যা করা জরুরি
csonglap,net

আরও পড়ুন

করোনা : দেশে আরও ৯৮ মৃত্যু, চট্টগ্রাম বিভাগেই ২০

newsdesk

‘অনাবাদী জমি ছেড়ে তিন ফসলি জমি অধিগ্রহণ কেন’- আনোয়ারায় মানববন্ধনে প্রশ্ন

newsdesk

চলমান বিধিনিষেধ আরও ১ সপ্তাহ

newsdesk
error: Content is protected !!