Chattogram Songlap
চট্টগ্রামে দ্বার খুলল বালি আর্কেড

চট্টগ্রামে দ্বার খুলল বালি আর্কেড

চট্টগ্রাম সংলাপ ডেস্ক:

চট্টগ্রামের বৃহৎ সুপারমল বালি আর্কেড ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শেঠ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শেঠ প্রপার্টিজ লিমিটেডের একটি সিগনেচার প্রকল্প হিসেবে বিশ্বমানের সুবিধা নিয়ে নান্দনিক শৈল্পিকতায় নির্মিত হয়েছে এই সুপারমলটি।

সুপারমলটির উদ্বোধন করেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। এসময় আরও উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের সিইও ও পরিচালক মো. আফতাব আলম শেঠ, পরিচালক মো. নুরুল আলম শেঠ, পরিচালক (হিসাব) ওয়াহিদুল আলম শেঠ, পরিচালক মো. মাশহুর আলম শেঠ, পরিচালক মো. উজায়ের আলম শেঠ, পরিচালক মিসেস সারিস্ত বিনতে নুর, পরিচালক উমায়ের আলম শেঠ, পরিচালক অপারেশন টুলু-উশ্-শামস্।

প্রসঙ্গত, শহরের প্রাণকেন্দ্র চকবাজার সিরাজ-উদ-দৌলা সড়কে ২টি বেজম্যান্ট কার পার্কিং সম্বলিত ১৪ তলা বিশিষ্ট স্বয়ংসম্পূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে বালি আর্কেড প্রকল্পটি নির্মিত হয়েছে।

এই শপিংমলে ৩টি সিনেপ্লেক্স, ২টি ফুডকোট, কনভেনশন হলসহ সর্বমোট ২৬০টি শপ, শোরুম এবং ডিসপ্লে সেন্টার রয়েছে।

csonglap,net

আরও পড়ুন

কর্ণফুলীতে অয়েল ট্যাংকারে আগুন, নিহত ২

newsdesk

লকডাউনে ঈদের ছুটি, বাস ও লঞ্চ-ট্রেন নিয়ে বিশেষ নির্দেশনা

newsdesk

করোনা : চট্টগ্রাম বিভাগের ১৮ জনসহ আরও ৮৮ মৃত্যু

newsdesk
error: Content is protected !!